রাজধানীর ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ডিসের চিকিৎসা নিতে এসে নবজাতকের হাত ভাঙার ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না এবং চিকিৎসায় অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
পাশাপাশি ঘটনা তদন্ত করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে শিশুর বাবা নূরের সাফাহ্ রিট দায়ের করেন। অভিযোগে বলা হয় ৩ এপ্রিল সাত দিনের নবজাতককে ফটোথেরাপি দেয়ার সময় পরিবারকে দীর্ঘক্ষণ দূরে রাখা হয় এবং পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে ডান হাত ভাঙা অবস্থায় হস্তান্তর করে।
কর্তৃপক্ষ দাবি করে বাসায় নেয়ার পর হাত ভেঙেছে তবে শিশুর পরিবার অভিযোগ করে রাতের কোনো এক সময়ে হাত ভেঙে সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে হাসপাতাল ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।