ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলমান বিক্ষোভের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের সংসদ সদস্যদের পুলিশ আটক করেছে। সোমবার (১১ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে।
বিক্ষোভে বিপুল সংখ্যক নেতা কর্মী স্লোগান দিতে থাকেন এবং পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও বাগবিতণ্ডা হয়। রাহুল গান্ধী বলেন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলা যাচ্ছে না এটি সংবিধান রক্ষার লড়াই। প্রিয়াঙ্কা গান্ধী বলেন সরকার কাপুরুষ এবং ভয় পাচ্ছে। ইন্ডিয়া জোট নেতারা বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে অভিযোগ করে পদযাত্রা করছিলেন যা পুলিশ ব্যারিকেড দিয়ে থামানো হয়। তৃণমূল ও সমাজবাদী পার্টির নেতারা বাধা পেরিয়ে এগোনোর চেষ্টা করেন। পুলিশ বলেছে জনশান্তি রক্ষার জন্য বিক্ষোভকারীদের সরানো হয়েছে। বিরোধীরা নির্বাচন কমিশনে সরকারি প্রভাবের অভিযোগ তুলেছেন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।