বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে। সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন স্বৈরাচার পতনের পর অনেকেই ভেবেছিলেন প্রতিপক্ষ না থাকায় নির্বাচন সহজ হবে কিন্তু আমি তখনই বলেছিলাম অদৃশ্য শক্তি ও নানা ষড়যন্ত্র কাজ করছে। আজ তা প্রমাণিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন বিএনপি পরিবারের সবাই ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী দিনে সফলতা আসবে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।