শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

শেখ হাসিনার আইনজীবী হওয়ার আবেদন খারিজ

শেখ হাসিনার আইনজীবী হওয়ার আবেদন খারিজ
শেখ হাসিনার আইনজীবী হওয়ার আবেদন খারিজ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১২, ২০২৫ ০২:১৩ অপরাহ্ন

জুলাই ও আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হওয়ার জন্য আবেদন করেছেন আলোচিত আইনজীবী জেড আই খান পান্না। মঙ্গলবার (১২ আগস্ট) তার পক্ষে আইনজীবী নাজনীন নাহার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদন দাখিল করেন।

এর আগে ২৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। তিনি ইতিমধ্যেই কয়েক দফা শুনানিতে অংশগ্রহণ করেছেন। এই কারণেই ট্রাইব্যুনাল জেড আই খান পান্নার আবেদন গ্রহণ করেননি।

ট্রাইব্যুনাল শুনানি পর্যায়ে এসে এই আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলা হয় ট্রেনে ওঠার সুযোগ নেই। অর্থাৎ এখন নতুন আইনজীবী যুক্ত করার সুযোগ নেই।

আশিক/মি

 39
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।