শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

সিপিএলে খেলতে অ্যান্টিগা দলে ফিরছেন সাকিব আল হাসান

সিপিএলে খেলতে অ্যান্টিগা দলে ফিরছেন সাকিব আল হাসান
সিপিএলে খেলতে অ্যান্টিগা দলে ফিরছেন সাকিব আল হাসান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৩, ২০২৫ ১১:২৭ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে থাকার পর এবার সিপিএলে অংশ নিচ্ছেন। বর্তমানে তিনি ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন এবং অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্সে নাম লিখিয়েছেন। বুধবার অ্যান্টিগার একটি ভিডিওতে সাকিব বলেন ওয়েস্ট ইন্ডিজে ফিরে আসা ও দলে যোগ দেয়া নিয়ে তিনি রোমাঞ্চিত।

সাকিব আরও জানান তার দল অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারের সমন্বয়ে গঠিত। তিনি আশা প্রকাশ করেন দলের এই মিশেল কাজে লাগালে সিপিএল তার জন্য ভালো অভিজ্ঞতা হবে। তিনি উল্লেখ করেন পল নিক্সন ও স্যার কার্টলি অ্যামব্রোসের মতো ক্রিকেটাররা ড্রেসিংরুমে থাকার কারণে দল আরও শক্তিশালী হয়েছে।

বিশেষ আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন স্যার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সাক্ষাতের জন্য। তিনি বলেন রিচার্ডসের নামের মাঠে খেলা এবং তার অভিজ্ঞতা শোনার সুযোগ তার জন্য বিশেষ হয়ে থাকবে।

সিপিএলের ত্রয়োদশ আসর আগামী শুক্রবার (১৫ আগস্ট) থেকে শুরু হবে। উদ্বোধনী ম্যাচে সাকিবের অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্স খেলবে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে।

আশিক/মি

 33
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।