স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় সেতুর পশ্চিম গোল চত্বরে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করেন ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এর আগে বুধবার উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে ৮টি আন্তঃনগর ট্রেন ছয় ঘণ্টা আটকে দেন শিক্ষার্থীরা। পরে তারা আজ সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন কয়েক বছর ধরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন চলছে। ৭ মে একনেক সভায় প্রকল্পের নীতিগত অনুমোদন মিললেও এরপর কোনো অগ্রগতি হয়নি। ২৬ জুলাই থেকে তারা ফের আন্দোলনে নামেন এবং দাবি বাস্তবায়ন ছাড়া রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি জানান অবরোধে সেতুর দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীদের সরাতে অনুরোধ ব্যর্থ হয়েছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।