মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ English
English
সর্বশেষ

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, বিলম্বের সুযোগ নেই : প্রেস সচিব

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, বিলম্বের সুযোগ নেই : প্রেস সচিব
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, বিলম্বের সুযোগ নেই : প্রেস সচিব
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৫, ২০২৫ ০৮:২২ অপরাহ্ন

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। এতে কোনো সন্দেহ নেই। প্রধান উপদেষ্টা যা বলেছেন সেই অনুযায়ীই নির্বাচন হবে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন এবং জেলা ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন।

সংস্কারের বিষয়ে প্রেস সচিব বলেন, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত আছে এবং এটি দ্রুত এগিয়ে যাচ্ছে।

উজ্জল/মি

 45
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।