সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশের অভিযোগ করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান প্রশাসনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন সরকারের কাজ নীতিমালা প্রণয়ন করা এবং ১৭টি এলাকায় পাথর উত্তোলন বন্ধে নির্দেশ দেয়া হয়েছে। মাঠপর্যায়ে প্রশাসন এ নিয়ম কার্যকর করবে কিন্তু তারা হয়তো যোগসাজশ করেছে নতুবা নীরব থেকেছে। এজন্য দায়বদ্ধতার প্রশ্ন উঠেছে।
রিজওয়ানা হাসান জানান লুটপাট বন্ধে তিনি ও উপদেষ্টা ফাওজুল কবির সরাসরি মাঠে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর অশ্লীল বিক্ষোভের শিকার হন তারা তবে এর পরই তিন দিনব্যাপী অভিযান চালিয়ে ভাঙা মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি বলেন জনগণ প্রতিবাদ করায় এখন পরিস্থিতি বদলেছে এবং ভবিষ্যতে লুটপাটের আগে লুটেরা গোষ্ঠীকে দুইবার ভাবতে হবে। মানুষের শক্তিই শেষ পর্যন্ত জয়ী হবে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।