রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের গুঁড়া দুধ খাওয়ানোর পেছনে চিকিৎসকসহ বিভিন্ন পক্ষের জড়িত থাকার অভিযোগ তুলেছেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেন পিতা যদি পরিবার ও শিশুদের সময় দেয় তাহলে শর্তসাপেক্ষে পিতৃকালীন ছুটি দেয়া যেতে পারে।
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন বুকের দুধ খাওয়ানো নিয়ে বড় ধরনের প্রচারণায় অতিরিক্ত অর্থ ব্যয় না করে বেসরকারি সংস্থাগুলোকে কাজে লাগানো যেতে পারে। এছাড়া মসজিদ, মন্দির ও গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রচার চালানো উচিত।
তিনি উল্লেখ করেন শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য মায়ের দুধের বিকল্প নেই এবং এ নিয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।