ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। ভিপি পদে আবিদুল ইসলাম খান এবং জিএস পদে তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে সংগঠনটি। এজিএস পদে তানভীর আল হাদী মায়েদকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) অপারেজয় বাংলা ভাস্কর্যের পাদদেশে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া বিভিন্ন সম্পাদক ও ১৩টি সদস্য পদে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রাখা হয়েছে।
এছাড়া ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র ঐক্যজোটসহ বিভিন্ন সংগঠনও তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।