জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ভিসা ইস্যু করে না। ঢাকায় মার্কিন দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দেয়া পোস্টে উল্লেখ করা হয় যে ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার কঠোরভাবে প্রতিজ্ঞাবদ্ধ। যতক্ষণ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ের সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা প্রদান করা হয় না।
এছাড়াও ভুয়া নথিপত্র জমা দেয়া হলে আবেদনকারীকে ভিসা দেয়া হয় না। পাশাপাশি তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এবং সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেয়া হয়।
উজ্জল/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।