শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

অতীতে যেমন ছিলাম তেমনই থাকবো: ডিসি সারওয়ার

অতীতে যেমন ছিলাম তেমনই থাকবো: ডিসি সারওয়ার
অতীতে যেমন ছিলাম তেমনই থাকবো: ডিসি সারওয়ার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২১, ২০২৫ ০৩:২৫ অপরাহ্ন

নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সিলেটের পরিবেশকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন এখানকার আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়গুলোতে বিশেষ মনোযোগ থাকবে। সরকার আমাকে যে বিশ্বাসের সঙ্গে দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে এ জেলার মানুষের জন্য কাজ করতে।

ডিসি সারওয়ার আরও বলেন আপনারা সহযোগিতা করলে আমাকে অতীতে যেমন দেখেছেন এখানেও তেমনই থাকবো। তিনি বলেন সিলেট হলো প্রকৃতি কন্যা। এখানে উন্নয়ন হবে তবে পরিবেশের ক্ষতি যেন না হয়। নিজেও পরিবেশের ছাত্র হিসেবে তিনি চাইবেন পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা।

ডিসি সারওয়ার আশা প্রকাশ করেছেন যে সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতায় তার সিলেট সময়টা ভালোভাবে যাবে।

হাবিব/মি

 29
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।