শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

কক্সবাজারে রোহিঙ্গা সংকট সম্মেলনে ৪০ দেশের প্রতিনিধি

কক্সবাজারে রোহিঙ্গা সংকট সম্মেলনে ৪০ দেশের প্রতিনিধি
কক্সবাজারে রোহিঙ্গা সংকট সম্মেলনে ৪০ দেশের প্রতিনিধি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২১, ২০২৫ ০৬:২০ অপরাহ্ন

ঢাকা ২১ আগস্ট ২০২৫। কক্সবাজারে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ২৪ আগস্ট। তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিচ্ছেন ৪০টিরও বেশি দেশের প্রতিনিধি। আগামী ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন ক্যাবিনেটের ৩৮তম সভা শেষে প্রশাসনিক সংস্কার রাজস্ব নীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে বড় অগ্রগতি এসেছে। ৩৬৭ দফা প্রশাসনিক সংস্কার কমিশনের সুপারিশের অধিকাংশ বাস্তবায়নের পথে রয়েছে। রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশ খসড়া অনুমোদন পেয়েছে। এতে বলা হয়েছে সচিব পদে যে কোনো ক্যাডার থেকে নিয়োগ দেয়া যাবে তবে বিভাগের প্রধান পদে কাস্টমস ক্যাডারকে অগ্রাধিকার দেয়া হবে।

এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরকারি ও কূটনীতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি সই হয়েছে। এর ফলে দুই দেশের সরকারি কর্মকর্তারা এখন ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গা সংকট সমাধান প্রশাসনিক সংস্কার ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের এ পদক্ষেপ দেশের ভবিষ্যৎ নীতিনির্ধারণে নতুন দিক উন্মোচন করবে।

শামীম/মি

 33
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।