শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে তাসনিয়া

৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে তাসনিয়া
৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে তাসনিয়া
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৩, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া মারা গেছে। মাত্র ১৫ বছর বয়সে ৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে সে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

ফরিদপুরের মধুখালী থানার বাসিন্দা তাসনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান গেল ২১ জুলাই দিয়াবাড়িতে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর গুরুতর দগ্ধ অবস্থায় তাসনিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

গেল ২১ জুলাইয়ের ভয়াবহ দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ুয়া বহু শিক্ষার্থী প্রাণ হারায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এ ঘটনায় ইতিমধ্যে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাসনিয়ার মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৬ জনে। নিহতদের অধিকাংশই ছিলেন শিশু।

উজ্জল/মি

 31
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।