উপজেলা চেয়ারম্যানের কাজ করছেন সংসদ সদস্য। আইন প্রণয়নের বদলে রাস্তা ও ভবন উন্নয়ন, এমনকি গাড়ি কেনা নিয়েও কথা বলেছেন তারা। রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের।
শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই, তখন যদি কেউ ডাইভার্ট করার চেষ্টা করে, উগ্রবাদ ছড়িয়ে দেয়ার চেষ্টা করে, তখন হতাশা আসে।
ফখরুল বলেন, কোনো কোনো ক্ষেত্রে উপদেষ্টারা অসহায় হয়ে পড়ছেন। একজন মফস্সলের শিক্ষককে সমস্যা সমাধানের জন্য ঢাকায় আসতে হয়। এটার তো প্রয়োজন ছিল না। এর জন্য দায়ী সিস্টেম। মফস্সলের শিক্ষক যদি সেন্ট্রালে না আসেন, তাহলে ঘুষটা আসবে কোথা থেকে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষক নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্স নিয়োগ হয় ঘুষ দিয়ে।
শামীম/মিরর
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।