মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি আশ্রয় দিয়ে যাওয়া এশিয়ার অন্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।
রবিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া এক প্রেস বিবৃতিতে এ মন্তব্য করেন দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস টমি পিগট। তিনি জানান যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের পাশে রয়েছে এবং সহিংসতায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতি সংহতি প্রকাশ করছে।
বিবৃতিতে আরও বলা হয় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। একইসঙ্গে যারা শরণার্থীদের আশ্রয় দিয়ে যাচ্ছে সেই দেশগুলোর ভূমিকারও প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। এর আগেও চার লাখের বেশি রোহিঙ্গা দেশে অবস্থান করছিল। বর্তমানে নতুন আসা শরণার্থীসহ বাংলাদেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে এবং প্রতি বছর প্রায় ৩০ হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে ক্যাম্পগুলোতে।
উজ্জল/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।