অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সংলাপে যোগ দিতে কক্সবাজারে পৌঁছেছেন। সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
জানা গেছে এ সম্মেলনে আসা প্রস্তাব ও মতামত আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিতব্য সম্মেলনে তুলে ধরবে সরকার। রোহিঙ্গা সংকটের আট বছর পূর্ণ হলো আজ। ২০১৭ সালের এই দিনে রাখাইন থেকে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। গেল দেড় বছরে আরও দেড় লাখ যোগ হওয়ায় উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে এখন প্রায় ১৪ লাখ রোহিঙ্গার বসবাস।
২০১৭ সালের শেষ দিকে আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয় মিয়ানমারের অং সান সু চি সরকার। একই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিও হয়। তবে পরবর্তীতে দুই দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও মিয়ানমার সরকারের প্রতিশ্রুতিতে আস্থা না পাওয়ায় রোহিঙ্গারা ফিরে যেতে অস্বীকৃতি জানায়।
শামীম/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।