শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৮, ২০২৫ ০৪:৩১ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে এবং চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

এ বিষয়ে সচিব জানান ভোট গ্রহণের প্রায় ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে আগামী রমজানের আগে নির্বাচন শেষ করতে হবে। সেই হিসেবে ফেব্রুয়ারির মাঝামাঝি ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

রোডম্যাপে আরও উল্লেখ করা হয় তফসিল ঘোষণার দুই মাস আগে হেলিকপ্টার সহায়তার প্রয়োজন হতে পারে এমন এলাকাভিত্তিক সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা ও নিকটবর্তী হেলিপ্যাড চিহ্নিত করতে পার্বত্য জেলার কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। তফসিল ঘোষণার ১০ দিন আগে এসব তথ্যের ভিত্তিতে হেলিকপ্টার ব্যবহারের প্রস্তাবনা চূড়ান্ত করা হবে।

শামীম/মি

 28
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।