মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ English
English
সর্বশেষ

গণতন্ত্র টিকিয়ে রাখতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে: তারেক রহমান

গণতন্ত্র টিকিয়ে রাখতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে: তারেক রহমান
গণতন্ত্র টিকিয়ে রাখতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে: তারেক রহমান
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৯, ২০২৫ ০৭:০৯ অপরাহ্ন

গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হলে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয় গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহীদ জেহাদ দিবস উপলক্ষে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন শহীদ নাজির উদ্দিন জেহাদ ৯০এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। তার রক্তের বিনিময়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে আসে।

তিনি আরও বলেন শহীদ জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। তাই আজ তার আত্মত্যাগের প্রেরণায় আমাদেরকে দেশি ও বিদেশি সব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প নেই।

আশিক/মি

 15
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।