দেশের স্বল্পমেয়াদি জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজির দাম নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কাবির খান। তিনি বলেছেন বর্তমানে একটি এলপিজি সিলিন্ডারের দাম ১২০০ টাকার বেশি হওয়ায় শিল্প ও গৃহস্থালি ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অথচ এর দাম এক হাজার টাকার মধ্যে থাকা উচিত।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে এলপিজি অর্থনীতি পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন এলপিজির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দাম। কিছু ক্ষেত্রে ১২০০ টাকার সিলিন্ডার ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে যা নিয়ন্ত্রণে আনতে লজিস্টিক উন্নয়ন ও প্রাইভেট সেক্টরের কার্যকারিতা বাড়ানো জরুরি। দায়িত্বশীল ব্যবসায়িক মনোভাব ছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
উপদেষ্টা আরও বলেন স্থানীয় গ্যাস উৎপাদন প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন কিউবিক ফুট কমছে কিন্তু নতুনভাবে মাত্র ৭০ মিলিয়ন কিউবিক ফুট যোগ হচ্ছে। ফলে স্বল্পমেয়াদে ঘাটতি পূরণে এলপিজি হতে পারে কার্যকর বিকল্প।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।