প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন জাতীয় সংসদ নির্বাচনে কোনো গোলমাল হলে প্রয়োজনে পুরো আসনের ভোট বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন আমরা সহজে ছাড়ার পাত্র নই। যারা প্রিসাইডিং অফিসার থাকবেন তাদের সর্বোচ্চ ক্ষমতা দেয়া হবে এবং প্রয়োজনে তারা ভোট স্থগিতের সিদ্ধান্ত নিতে পারবেন। শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন ওয়েল ট্রেইনড ও ওয়েল এমপাওয়ারড প্রিসাইডিং অফিসার তৈরি করাই আমাদের লক্ষ্য। কেউ যদি দায়িত্বে অবহেলা করেন বা অর্পিত ক্ষমতা ব্যবহার না করেন সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। তিনি আরও বলেন ক্ষমতা থাকাটা যেমন গুরুত্বপূর্ণ সঠিকভাবে ব্যবহার করাটাও সমান জরুরি। নাসির উদ্দিন বলেন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা। প্রশাসনিক, আইনগত ও প্রযুক্তিগত চ্যালেঞ্জের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাই বড় বিষয়। তবে ইলেকশন কমিশন আইন মেনে দায়িত্ব পালনকারীদের পূর্ণ সমর্থন দিয়ে যাবে।
হাবিব/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।