শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

৫০ লাখ সদস্য সংগ্রহের টার্গেটে জাতীয় যুবশক্তি

৫০ লাখ সদস্য সংগ্রহের টার্গেটে জাতীয় যুবশক্তি
৫০ লাখ সদস্য সংগ্রহের টার্গেটে জাতীয় যুবশক্তি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩১, ২০২৫ ০৬:১৯ অপরাহ্ন

দেশব্যপী সদস্য সংগ্রহ সপ্তাহ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে জাতীয় যুবশক্তি। এই কর্মসূচির আওতায়, সংগঠনটি সারাদেশের ৮টি বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫টি উপজেলার ৪৫৭৮ ইউনিয়ন থেকে ৫০ লাখ সদস্য সংগ্রহের পাশাপাশি যুবকদেরকে তাদের অধিকারের প্রতি সচেতন করতে একাধিক কার্যক্রম পরিচালনা করবে। তরুণদের সংগঠন পরিচালানায় নেতৃত্বগুণ, উদ্যোক্তা মনোভাব এবং রাজনৈতিক সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সচেতন করে গড়ে তোলা হবে।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর বাংলামোটর অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা জানান , জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

তারিকুল ইসলাম বলেন, জাতীয় যুবশক্তি বিশ্বাস করে, যুবকরা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ। তাদেরকে সংগঠিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে উৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সদস্য সংগ্রহ সপ্তাহ যুবসমাজের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিয়ে তাদেরকে এক সুসংগঠিত শক্তিতে পরিণত করবে।

এছাড়া, যুবশক্তি দেশের নানা অঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক সভা, সেমিনার এবং কর্মশালা আয়োজন করবে। এসব কর্মশালায় যুবকদের নিত্যনতুন দক্ষতা অর্জনের সুযোগ, কর্মসংস্থানের সম্ভাবনা এবং সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে।

আশিক/মি

 38
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।