মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ English
English
সর্বশেষ

মাগুরায় খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

মাগুরায় খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু
মাগুরায় খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১১, ২০২৫ ০৫:৫০ অপরাহ্ন

মাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাঁপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- মো. আনারুলের মেয়ে তারিন (৮), সাজ্জাদুল ইসলামের মেয়ে সিনথিয়া (৯) এবং তারিকুল ইসলামের মেয়ে তানহা (৯)। 

পরিবার সূত্রে জানা যায় তিন শিশু বাড়ির পাশে এক খালে গোসল করতে গিয়েছিল। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের না দেখে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানির নিচ থেকে তিন শিশুকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চাঁপাতলা গ্রামে চলছে শোকের মাতম নিস্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।

উজ্জল/মি

 20
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।