নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সব বারখানা বন্ধ রয়েছে। গেল শনিবার ২৩ দফা দাবিতে থেকে এভারগ্রীন কোম্পানির শ্রমিকরা আন্দোলন শুরু করলে তা নিয়ন্ত্রণে যৌথবাহিনী মাঠে নামে এসময় সংঘর্ষে এক শ্রমিক নিহত ও অন্তত ১৫ জন আহত হন।
কারখানা বন্ধ থাকার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নিরাপত্তা বাহিনীর প্রধান আশরাফুল ইসলাম। কারখানা চালু হবে কীনা পরবর্তীতে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।