মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ English
English
সর্বশেষ

এক ক্লিকেই জামিননামা পৌঁছে যাবে সংশ্লিষ্ট কারাগারে

এক ক্লিকেই জামিননামা পৌঁছে যাবে সংশ্লিষ্ট কারাগারে
এক ক্লিকেই জামিননামা পৌঁছে যাবে সংশ্লিষ্ট কারাগারে
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৪, ২০২৫ ১২:৪১ অপরাহ্ন

দেশে প্রথমবারের মতো ডিজিটাল জামিননামা চালু হতে যাচ্ছে বুধবার (১৫ অক্টোবর)। আদালত থেকে জামিন পাওয়ার পর আসামি মুক্তি পেতে আর ১২ ধাপ পার হতে হবে না। এক ক্লিকেই জামিননামা পৌঁছে যাবে সংশ্লিষ্ট কারাগারে।

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান অনলাইনে জামিননামা পাঠানোর এই প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থে বাস্তবায়ন করা হয়েছে। কোনো বিদেশি সহায়তা নেয়া হয়নি।

তিনি বলেন আগে জামিনপ্রাপ্তদের বিভিন্ন ধাপে টাকা খরচ ও হয়রানির শিকার হতে হতো। এখন থেকে আদালতের রায় ঘোষণার পর অনলাইন সিস্টেমের মাধ্যমে সরাসরি কারাগারে জামিননামা পাঠানো হবে। এতে স্বচ্ছতা ও সময় সাশ্রয় হবে। ড. আসিফ নজরুল আরও জানান বিচার বিভাগের পৃথক সচিবালয় আইন, গুম আইন, দুদক আইন ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

হাবিব/মি

 26
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।