রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার ও আগুন নেভানোর কাজ চলছে।
এর আগে ২২ সেপ্টেম্বর টঙ্গীতে ফেমাস কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ফায়ার সার্ভিস কর্মীসহ একজন পার্শ্ববর্তী দোকানের কর্মচারীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার স্মরণে সুরক্ষা ও সতর্কতার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।