নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা দেয়ার সুযোগ পাচ্ছে না। ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক বাছাই করে কমিশনকে জানাতে হবে। তা না করলে ইসি স্বীয় উদ্যোগে অন্য প্রতীক বরাদ্দ দেবে।মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন শাপলা প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত নয়। তাই এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নিতে বাধ্য। ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীকের জন্য পছন্দ জানানো না হলে ইসি স্বীয় পদ্ধতিতে প্রতীক বরাদ্দ করবে।
এর আগে কমিশন ৩০ সেপ্টেম্বর এনসিপিকে ৫০টি প্রতীকের তালিকা থেকে পছন্দ জানানোর চিঠি দিয়েছিল। নির্ধারিত সময়ে দলটি শাপলার জন্য ফের দাবি জানালে কমিশন তা দিতে অস্বীকৃতি জানায়। আখতার আহমেদ আরও জানান ১২টি অন্যান্য দলের নিবন্ধনের তথ্য যাচাই চলছে। আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
শামীম/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।