রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা অগুনে ১৬ জনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেকে এখনো নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন স্বজনরা।
ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
বিকেলে ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স প্রবেশ করায় সাধারন মানুষ ও স্বজনদের ধারণা, আরও মরদেহ উদ্ধার হয়েছে।
এর আগে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানান। তিনি বলেন, আমরা ধারণা করছি কেমিক্যাল গোডাউনের আগুন বিস্ফোরণে বিষাক্ত গ্যাস থেকে তাদের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ তদন্ত করে জানানো হবে।
অপারেশন চলমান জানিয়ে তিনি বলেন, ভবন থেকে ন্যূনতম ৩০০ গজ দূরে থাকবেন। কেউ যেন কোনোভাবেই ভেতরে প্রবেশ করার চেষ্টা না করে। গোডাউনের মালিকপক্ষ বা কর্মরত কাউকে আমরা খুঁজে পাইনি। পুলিশ ও সেনাবাহিনী তাদের খুঁজে কাউকে পায়নি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।