মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ English
English
সর্বশেষ

এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ

এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ
এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৬, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ন

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। এ বছর সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গেল বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন। এ বছর ফরম পূরণ করেছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। প্রকাশিত ফল অনুযায়ী ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী।

এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গেল বছর এ সংখ্যা ছিল এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ প্রাপ্তি কমেছে ৭৬ হাজার ৮১৪ জন। ফলাফলে এবারও সব ক্ষেত্রে এগিয়ে ছাত্রীরা। তাদের গড় পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ, যেখানে ছাত্রদের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন।

আশিক/মি

 34
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।