মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ English
English
সর্বশেষ

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৬, ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ করেছে রাষ্ট্রপক্ষ। টানা পাঁচদিনের যুক্তিতর্কের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মৃত্যুদণ্ডের আবেদন করেন।

আজ (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আবেদনটি জানান তিনি। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তি আদালতের ওপর ছেড়ে দেন।

চিফ প্রসিকিউটর বলেন জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ জন ছাত্র ও জনতাকে হত্যা করা হয়েছে। একজন হত্যার জন্য একবার ফাঁসির ব্যবস্থা থাকলেও ১৪০০ জনকে হত্যার দায়ে আইনগতভাবে ১৪০০ বার ফাঁসি দেয়া সম্ভব নয়। এজন্য মানবতাবিরোধী অপরাধের দায়ে চরম দণ্ডের আবেদন করা হয়েছে। তিনি দাবি করেন দণ্ড কার্যকর হলে দেশের জনগণ ন্যায়বিচার পাবে।

আশিক/মি

 16
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।