চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান দুপুর ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ইপিজেড, আগ্রাবাদ ও বায়েজিদ ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশের মধ্যে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভাতে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।