মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ English
English
সর্বশেষ

কার্গো ভিলেজের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বিমান উপদেষ্টা

কার্গো ভিলেজের আগুন অনেকটা নিয়ন্ত্রণে:  বশির উদ্দিন
কার্গো ভিলেজের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বিমান উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৮, ২০২৫ ০৮:১৯ অপরাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেক বশির উদ্দিন।

 তিনি জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। খুব শিগগিরিই ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৭টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।

পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির প্লাটুন সদস্য।

আশিক/মি

 10
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।