মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ English
English
সর্বশেষ

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে: হাসনাত আবদুল্লাহ

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে: হাসনাত আবদুল্লাহ
এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে: হাসনাত আবদুল্লাহ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৯, ২০২৫ ০৩:১১ অপরাহ্ন

এনসিপি জানিয়েছে তারা শাপলা প্রতীক নিয়েই আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে। দলটির দাবি শাপলা প্রতীকই জনগণের প্রতীক এবং এর বিকল্প কিছু নেই। রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন।

তিনি অভিযোগ করেন বর্তমান নির্বাচন কমিশন আগের মতোই স্বৈরাচারী আচরণ করছে এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে না। তিনি বলেন ইসি অন্য কারো নির্দেশে পরিচালিত হচ্ছে।

বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন শাপলা প্রতীক নিয়ে ইসি একটি ধূম্রজাল তৈরি করেছে। জনগণের প্রতীক জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। তিনি আরও বলেন ফেব্রুয়ারির নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরে প্রতিনিধি দল জানায় শাপলা প্রতীকই থাকবে তাদের একমাত্র দাবি এবং বিকল্প প্রতীক তারা গ্রহণ করবে না।

আশিক/মি

 17
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।