জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন জামায়াতে ইসলামীর তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর আন্দোলন আসলে একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। রোববার (১৯ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ইংরেজি ভাষায় দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ লেখেন পিআর আন্দোলনের মাধ্যমে জামায়াত ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিয়ে যেতে চেয়েছে। জনগণের অভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন-সংক্রান্ত আলোচনা ব্যাহত করার উদ্দেশ্যেই এ কৌশল নেয়া হয়। তিনি আরও বলেন জামায়াত ও তার মিত্ররা সংস্কারের এজেন্ডা ছিনতাই করে সেটিকে নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। তাদের উদ্দেশ্য ছিল সংস্কার নয় বরং কৌশলী প্রতারণা।
নাহিদ অভিযোগ করেন জামায়াত কখনোই কোনো গঠনমূলক সংলাপে অংশ নেয়নি বরং নাশকতামূলকভাবে রাজনৈতিক অনুপ্রবেশের পথ বেছে নিয়েছে। তিনি বলেন এখন জনগণ এ প্রতারণা বুঝে গেছে এবং আর কোনো ভুয়া সংস্কারবাদী শক্তির দ্বারা প্রতারিত হবে না।
উজ্জল/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।