মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ English
English
সর্বশেষ

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ হাজার ৯৮৮ কোটি টাকা

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ হাজার ৯৮৮ কোটি টাকা
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ হাজার ৯৮৮ কোটি টাকা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২১, ২০২৫ ০৩:৩৪ অপরাহ্ন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৩টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৮৮ কোটি ৭ লাখ টাকা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা কমিশন জানিয়েছে প্রকল্পগুলোর মধ্যে নতুন তিনটি সংশোধিত সাতটি এবং মেয়াদ বৃদ্ধি ব্যতীত তিনটি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। অর্থায়নের মধ্যে ৫৩ কোটি ২ লাখ টাকা ঋণ হিসেবে ৫০ কোটি টাকা সংস্থার নিজস্ব অর্থায়ন এবং বাকি অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয় হবে। অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, পল্লী উন্নয়ন, গৃহায়ন, পররাষ্ট্র, সড়ক পরিবহন ও সেতু, শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রেলপথ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ। প্রকল্পগুলো দেশের অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশগত উন্নয়নে অবদান রাখবে।

আশিক/মি

 10
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।