রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি।

কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি।
কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি।
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ০২, ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে ১৯৭২ সালের মে স্বাধীন বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশেরজাতীয় কবিঘোষণা করা হয়েছে।

গেল ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় কাজী নজরুল ইসলামকেজাতীয় কবিঘোষণা করে প্রজ্ঞাপন জারির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছিল।

বৃহস্পতিবার ( জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি সবার অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

কাজী নজরুল ইসলামের জাতীয় কবির মর্যাদার বিষয়টি এরই মধ্যে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত সত্য। এটি রাষ্ট্রীয় পর্যায়েও স্বীকৃত। তবে কবির ঢাকায় আসার দিন থেকে তাকে জাতীয় কবির স্বীকৃতি দেয়ার একটা দাবি ছিল বাংলাদেশের জনগণের। এবার সেই স্বীকৃতি দিয়ে সরকারিভাবে প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।

আ/মি

 100
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।