রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতালটির সামনে ও মূল গেটের দুই দিকে বসানো হয়েছে ব্যারিকেড। এখানেই ক্রিটিক্যাল অবস্থায় চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে গেল সোমবার ( ১ ডিসেম্বর) খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপণ জারি করে সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা গেছে, মূল ফটকের দুই দিকে ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে রয়েছে পুলিশ। সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড়তে দেয়া হচ্ছে না।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশপাশে ভিড় ঠেকাতে ও খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ তথ্য জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের।
উজ্জল/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।