রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

আগারগাঁওয়ে একই পরিবারের ৬ জন দগ্ধ

আগারগাঁওয়ে একই পরিবারের ৬ জন দগ্ধ
আগারগাঁওয়ে একই পরিবারের ৬ জন দগ্ধ
সর্বশেষ উপলব্ধ: ডিসেম্বর ০৬, ২০২৫ ১২:০৩ অপরাহ্ন

রাজধানীর আগারগাঁওয়ের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়েছে।

দগ্ধদের হাসাপাতালে নিয়ে আসা মেয়ে জামাই আফরান মিয়া জানায়, আমার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। ভোরে আকস্মিক গ্যাসের লাইন বিস্ফোরণে আমার শ্বশুরের পরিবারের ছয়জন দগ্ধ হয়। পরে খবর পেয়ে সকালে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসি। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

দগ্ধরা হলেন মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭), ও ইভা (৬)।

মহিউদ্দিন/মি.

 

 25
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।