মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

জুনে ঋণের কিস্তি ছাড়ে ইতিবাচক আইএমএফ

জুনে ঋণের কিস্তি ছাড়ে ইতিবাচক আইএমএফ
জুনে ঋণের কিস্তি ছাড়ে ইতিবাচক আইএমএফ
সর্বশেষ উপলব্ধ: মে ১৩, ২০২৫ ০৮:২৭ অপরাহ্ন

আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের চতুর্থ পঞ্চম কিস্তির ২৩৯ কোটি ডলার জুনে অর্থ ছাড় করবে বলে আশ্বাস দিয়েছে সংস্থাটি। কাল (১৪ মে) সংবাদ সম্মেলনে বিষয়ে বিস্তারিত জানাবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর নমনীয়তায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ঋণ দিতে রাজি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ঋণের কিস্তি ছাড়ের বিষয় আইএমএফ ইতিবাচক।

বাংলাদেশ ব্যাংক বর্তমানেক্রলিং পেগনামে একটি নতুন বিনিময় হার পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতিতে বৈদেশিক মুদ্রা বেচা-কেনায় আড়াই শতাংশ হারে বাড়ানো বা কমানো যায়। ক্রলিং পেতে বর্তমানে মধ্যবর্তী দর ১১৯ টাকা। এর সঙ্গে বিদ্যমান আড়াই শতাংশের পরিবর্তে চার শতাংশ করিডোর দেয়া হতে পারে। এই নিয়ম নিয়ে আগে আইএমএফ-এর সঙ্গে মতবিরোধ থাকায় ঋণের কিস্তি আটকে ছিল।

আ/মি

 76
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।