রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ English

পরীক্ষামূলক সম্প্রচার

English
সর্বশেষ

রংপুরে মানববন্ধনে বিএনপির দুই পক্ষের হামলা, আহত ১০

রংপুরে মানববন্ধনে বিএনপির দুই পক্ষের হামলা, আহত ১০
রংপুরে মানববন্ধনে বিএনপির দুই পক্ষের হামলা, আহত ১০
সর্বশেষ উপলব্ধ: ডিসেম্বর ২২, ২০২৪ ০২:৪৯ অপরাহ্ন

রংপুরের গঙ্গাচড়ায় মর্ণেয়া ইউনিয়ন বিএনপির মানববন্ধন কর্মসূচিতে দুই গ্রুপের মধ্যে হামলায় ১০ জন আহত হয়েছেন। শুক্রবার -২১ ডিসেম্বর উপজেলার খলিফার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

মর্ণেয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মীর কাশেম মিঠু সদস্যসচিব আব্দুল মাবুদের নেতৃত্বে গঠিত ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে এই মানববন্ধন বিক্ষোভের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মিঠু মাবুদ ফ্যাসিস্ট আওয়ামী লীগ জাতীয় পার্টির সহযোগী হিসেবে কাজ করছেন। ছাড়া, বর্তমানে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের সময় আওয়ামী লীগ জাতীয় পার্টি সমর্থকদের গোপনে বিএনপিতে স্থান দিয়েছেন বলে দাবি করেন।

মানববন্ধন আয়োজক পক্ষের নেতা তোফাজ্জল হোসেন বলেন, আমি মর্ণেয়া ইউনিয়ন ছাত্রদলের দুইবারের সভাপতি, উপজেলা ছাত্রদলের দুইবারের সহ-সভাপতি ছিলাম। কিন্তু বর্তমান মর্ণেয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিঠু এবং সদস্য সচিব মাবুদ তারা আওয়ামী লীগের দোসর। গত ১৬ বছরে তারা বিএনপির নিয়ম নীতি তোয়াক্কা না করে ওপেনে নৌকা এবং লাঙ্গলের ভোট করেছে। প্রকাশ্যে নৌকা এবং লাঙ্গলের পক্ষে ভোট চেয়েছে বক্তব্য দিয়েছে।

আ/মি

 8
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।